
বিশেষ প্রতিনিধি
স্ত্রী ও ৯ মাস বয়সী শিশু সন্তানের মর্মান্তিক মৃত্যুর তিন দিন পর অবশেষে জামিন পেয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। সোমবার (২৬ জানুয়ারি) উচ্চ আদালত (হাইকোর্ট) মানবিক দিক বিবেচনা করে তাকে ছয় মাসের জামিন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে,পারিবারিক এই অপূরণীয় ক্ষতি ও মানবিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিচারক তার জামিন আবেদন মঞ্জুর করেন। ফলে দীর্ঘদিন কারাবন্দি থাকার পর সাময়িকভাবে মুক্তির সুযোগ পাচ্ছেন তিনি।
উল্লেখ্য,গত শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে সাদ্দামের নিজ বাড়ি থেকে তার স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। একই সময় ঘরের ভেতর থেকে উদ্ধার করা হয় তাদের ৯ মাস বয়সী শিশু সন্তান নাজিমের নিথর দেহ। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ঘটনার পরদিন শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় মানবিক কারণে যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কারা কর্তৃপক্ষ সাদ্দামকে তার স্ত্রী ও সন্তানের মরদেহ শেষবারের মতো দেখার সুযোগ করে দেয়। সে সময় সেখানে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা জুয়েল হাসান সাদ্দাম গত বছরের ৫ এপ্রিল গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন। এরপর থেকে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। স্ত্রী ও সন্তানের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তিনি চরম মানসিক বিপর্যয়ের মধ্যে পড়েন বলে পরিবারের পক্ষ থেকে আদালতে জানানো হয়।
পারিবারিক এই ভয়াবহ ট্র্যাজেডির প্রেক্ষাপটে আদালত মানবিক বিবেচনায় সোমবার তার জামিন আদেশ প্রদান করেন। তবে এ ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র
মোঃ মোকাদ্দেছুর রহমান রকি যশোর

