
বিশেষ প্রতিনিধি
যশোর-৩ সংসদীয় আসনে ১০ দলীয় ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. আব্দুল কাদেরের নেতৃত্বে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। যশোর ঈদগাহ মোড় থেকে শুরু হয়ে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে কয়েক হাজার নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। শুরুতে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে মো. আব্দুল কাদের বলেন, জনগণ দুর্নীতি ও বৈষম্য থেকে মুক্ত একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ চায়। নির্বাচিত হলে যশোর-৩ আসনের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

