
বিশেষ প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এর আগে তিনি শহরের কারবালা কবরস্থানে গিয়ে তাঁর প্রয়াত পিতা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন।
মনোনয়ন জমা শেষে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, নির্বাচনকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে বিএনপি নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা করবে। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান নির্বাচন কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকার সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করবে।
মনোনয়নপত্র জমাদানকালে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সম্পাদনায়
মোঃ মোকাদ্দেছুর রহমান রকি যশোর

