Type to search

যশোর আঞ্চলিক উদ্যোক্তা বৈঠক

যশোর

যশোর আঞ্চলিক উদ্যোক্তা বৈঠক

যশোরে আইডিএলসি-প্রথম আলোর যৌথ উদ্যোগে যশোর আঞ্চলিক উদ্যোক্তা বৈঠক হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে চারটায় যশোর কালেক্টরেট স্কুল মিলনায়তনে এই বৈঠক হয়।
শুরুতে প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন। এরপর গতবারের আয়োজনের জার্নি শিরোনামে ভিডিও দেখানো হয়।
পরে যশোরের চারজন তরুণ উদ্যোক্তা বক্তব্য রাখেন। তারা হলেন, শিশুদের বিশেষ ধরণের বিদ্যাপীঠ মৌমাছি স্কুলের প্রতিষ্ঠাতা মাসুম বিল্লাহ, মশার কয়েলের কাচামাল প্রস্তুতকারী প্রতিষ্ঠান আনাজ এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী খাদিজা ইসলাম, শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক যশোরের আইটি উদ্যোক্তা জহির ইকবাল ও নারী উদ্যোক্তা মুসলিমা খাতুন।
তরুণ উদ্যোক্তারা তাদের উদ্যোক্তা হয়ে ওঠার গল্প শোনান। সেই পথ মৃসন ছিলো না। তাদের পুজি ছিলো না। অভিঞ্জতা ছিলো না। প্রশিক্ষণ ছিলো না। তাদের বক্তব্যে সেই কথা উঠে আসে। অনেক চ্যালেঞ্জের মধ্যদিয়ে তাদের এই পর্যায়ে আসতে হয়েছে বলে তারা জানান।
বৈঠকে বক্তব্য রাখেন আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের যশোর শাখার ব্যবস্থাপক শেখ সাঈদ আহমদ।
নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে জানানোর জন্যে ‘হাউ টু রেজিস্ট্রেশন’ ভিডিও চিত্র দেখানো হয়।
এরপরে স্থানীয় ব্যবসায়ি প্রতিনিধি ও সূধিজন পর্ব হয়। এই পর্বে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি শহিদুল ইসলাম ছাড়াও বক্তব্য রাখেন যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, যশোর নারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি তনুজা রহমান ও যশোর বিসিক শিল্পনগরীর রেসকো ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক তানভিরুল ইসলাম।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন বন্ধুসভার সভাপতি লাকি রানী কাপুড়িয়া।
সঞ্চালনা করেন বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক সৌমেন্দ্র গোস্বামী।