
শ্যমল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধি ঃ মানুষ মানুষের জন্য এই স্লোগান সামনে রেখে যশোরের চৌগাছায় এস এস সি ৮৭ ব্যাচের বন্ধুরা মিলে অসহায় গরিব ও সাধারণ মানুষের মাঝে ১২ ০০ পিচ কম্বল বিতারণ করেন। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১১ টার সময় প্রেসক্লান চত্বরে এস এস সি ৮৭ ব্যাচের বন্ধু বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার শেখ মাসুম কামাল এর সার্বিক সহযোগিতায় শিতে গরিব অসহায় ও সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে তাদের মাঝে ১২০০ পিচ কম্বল বিতারণ করা হয়। কম্বল বিতারণের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এস এস সি ৮৭ ব্যাচের বন্ধু মহল আক্তারুজ্জামান মিলন, নাজমুজ্জামান (খোকন), আব্দুল মালেক, রিজাউল করিম,রফিক উদ্দিন, মইদুল ইসলাম, আনিচুর রহমান, ফকরুল ইসলাম সহ এস এস সি ৮৭ ব্যাচের বন্ধু মহল উপস্থিত ছিলেন।

