
নড়াইল প্রতিনিধি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
১২ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় নড়াইল পৌরসভার পুরাতন বাস টার্মিনাল এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় বিক্ষোভকারীরা অবিলম্বে ওসমান হাদীকে গুলি করা সন্ত্রাসীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবি করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মো. আমিরুল ইসলাম রানা, আহত জুলাইযোদ্ধা ও সংগঠনের মুখ্য সংগঠক মো. তুহিন মোল্যা, জুলাই আন্দোলন চলাকালে নড়াইলের অন্যতম সংগঠক সামিরা খানম, সংগঠনটির সিনিয়র যুগ্ম আহবায়ক শাফায়াত উল্লাহ, মুখপাত্র নুসরাত জাহান, যুগ্ম সদস্য সচিব আকাশ শেখ, যুগ্ম আহবায়ক নয়ন শেখ, সংগঠক রাশেদুল ইসলাম, আরিফুল হাসান রাব্বি, তন্ময় রেজা, আহসান হাবিব, সাইফুল ইসলাম, ওয়াহিদ, আহত জুলাইযোদ্ধা হৃদয়সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মো তুহিন মোল্লা, সামিরা খানম ও শাফায়াত উল্লাহ।

