
অভয়নগর (যশোর) প্রতিনিধি : ঢাকার ধামরাই থেকে মেয়ের জামাই বাড়ি বেড়াতে এসে অভয় নগরের প্রেমবাগ এলাকায় ট্রেন কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭/১১/২৫) সকাল ৯:৩০ টায় ঢাকাগামী চিত্র ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
মৃত ওই নারীর নাম করুনারানী সূত্রধর (৬০), পিতা- দীনেশ চন্দ্র। তিনি ঢাকা জেলার ধামরাইল উপজেলার কান্টাহাটি গ্রামের বাসিন্দা। মৃত ব্যক্তির ছেলে মেয়ে জামাই নিটল ডাটা কোম্পানিতে চাকরি করেন। এ ঘটনায় খুলনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির আইসি এসআই(নিঃ) মোঃ মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ধর্মীয় বিধান মতে সৎকারের জন্য বিনা ময়নাতদন্তে লাশ মৃতের ছেলে দীপক সূত্রধর (৩০) এর নিকট হস্তান্তর করা হয়। এর আগে খুলনা রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

