Type to search

নওয়াপাড়ায় সারের বস্তায় ওজনে কম প্রমাণ পেলেন অতিরিক্ত সচিব

অভয়নগর

নওয়াপাড়ায় সারের বস্তায় ওজনে কম প্রমাণ পেলেন অতিরিক্ত সচিব

স্টাফ রিপোটার
নওয়াড়ায় সারের বস্তায় ওজনে কম দেওয়ার বিষটির প্রমাণ পেলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। আমদানী কারক ও সরকারি সার পরিবহন ঠিকাদারেরা আমদানি করা খোলা সার বস্তা ভর্তি করা কালিন ৫০ কেজির বস্তায় ছয়’শ গ্রাম থেকে এক কেজি পরিমান ওজনে কম দেওয়ায় ঘটনা  পত্রিকায় প্রকাশের পর সরজমিনে তদন্তে আসেন কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্তি সচিব বলায় কৃষ্ণ হাজরা।

তিনি বুধবার দুপুরে আমদানী কারক নওয়পাড়া ট্রের্ডাসের এমওপি গুদাম পরিদর্শণ করে পাঁচটি বস্তা ওজন করেন। এছাড়া সরকারি সার পরিবহনকারি ঠিকাদার দেশ ট্রের্ডাস ও পোটন ট্রের্ডাসের গুদাম পরিদর্শণ করেন। সেখানে ৫টি বস্তা ওজন করেন। সাংবাদিকদের সাথে এক সাক্ষাতকারে অতিরিক্ত সচিব বলেন, আদানানি কারক ও সরকারি সার পরিবহন ঠিকাদারদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে তিনি বিষয়টি সরজমিনে তদন্তের জন্য দেশের বৃহত্তম সারের মোকাম নওয়াপাড়ায় এসেছেন। এখানে তিনি উক্ত তিনটি প্রতিষ্ঠানের সারের গুদামে মজুত করা ৫টি করে বস্তার ওজন পরীক্ষা করেন। তিনি জানান পরীক্ষা করে দেখা যায় আমাদনি কারক নওয়াপাড়া ট্রের্ডাস ও সার পরিবহন ঠিকাদার দেশ ট্রের্ডাসের বস্তায় যে পরিমান সার কম আছে তা নিয়ম মোতাবেক আছে কিন্তু সরকারি সার পরিবহনকারি বৃহত্তর প্রতিষ্ঠান পোটন ট্রের্ডাসের বস্তায় ২৫০ গ্রাম ওজন কম পাওয়া গেছে। তিনি আরো জানান সার নিয়ে কনো অনিয়ম করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযান চলা কালিন উপস্থিত ছিলেন যশোর জেলা কৃষি কর্মকর্তা, বিএডিসির আঞ্চলিক পরিচালক, অভয়নগর উপজেলা নির্বহী কর্মকর্তা , উপজলা কৃষিকর্মকর্তা সহ অনেকে।