
স্টাফ রিপোর্টার
২৩ নভেম্বর রবিবার সাম্রাজ্যবাদ সামন্তবাদ আমলা দালালপুঁজি বিরোধী লড়াইয়ে অগ্রণী সৈনিক, জাতীয় গণতান্ত্রিক বিপ্লবী আন্দোলনের নেতা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় সহ-কোষাধ্যক্ষ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলার সাবেক সভাপতি, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের অন্যতম নেতা, নওয়াপাড়া শাখার সাবেক কর্মকর্তা ও কার্পেটিং জুটমিল সিবিএ’র সাবেক যুগ্ম-সম্পাদক শ্রমিকনেতা দিদারুল হক-এর ১০ম মৃত্যুবার্ষিকীতে সকাল সাড়ে ১০ টায় প্রয়াতের কবরে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রীয়, জেলা ও থানা কমিটির নেতৃবৃন্দ। পুষ্পমাল্য অর্পণ শেষে প্রয়াত শ্রমিকনেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট শোক নিরবতা পালন ও শপথ পাঠ করেন করেন। উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের যশোর জেলা সভাপতি শ্রমিকনেতা আশুতোষ বিশ্বাস, বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন খুলনা শাখার সভাপতি শ্রমিকনেতা মোঃ হাসান মুন্সি মাস্টার, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ অভয়নগর থানা কমিটির সাধারণ সম্পাদক শ্রমিকনেতা নাজমুল হুসাইনসহ প্রমুখ নেতৃবৃন্দ। কর্মসূচি পরিচালনা করেন সংগঠনের থানা কমিটির সহ-সাধারণ সম্পাদক এম আর টিটু।
আগামীকাল ২৪ নভেম্বর সোমবার বিকাল ৩টায় নওয়াপাড়া পুরাতন বাসস্ট্যান্ডে প্রয়াত দিদারুল হকের স্মরণসভা অনুষ্ঠিত হবে।

