
শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধি ঃ
যশোরের চৌগাছায় ক্যাডেট মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার শাহী মসজিদের পাশে ক্যাডেট মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার উপদেষ্টা ও উপজপলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম মোরশেদ। প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আইউব হোসেন। প্রধান শিক্ষক (ভার প্রাপ্ত) মাওঃ ইমরান হুসাইন সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ এটিআই প্রোগ্রাম আইসিটি মন্ত্রণালয় হেড অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম, বক্তৃতা করেন উপজেলার হাকিমপুর ইউপি সাবেক চেয়ারমান মাওলানা হাফেজ আমিন উদ্দিন খান, পুড়াহুদা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম, চৌগাছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড.আলাউদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক নুরুজ্জামান আল মামুন, উপজেলা জামায়াতে ইসলামীর সহ সহকারি সেক্রেটারি ও মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক পৌর প্যানেল মেয়র মাষ্টার কামাল আহমেদ আহমেদ , উপজেলা জামায়াতে ইসলামীর সরকার সেক্রেটারী মাওলানা গিয়াস উদ্দিন, প্রভাষক রেজাউল করিম, চৌগাছা ক্যাডেট মাদরাসার পরিচালক মাওঃ শামসুর রহমান, সাংবাদিক শ্যামল দত্ত, আসাদুজ্জামান মুক্ত, হাবিবুর রহমান, মুক্তার হুসাইন, সুজন হোসেন মৃধা, আব্দুর রশিদ রাজু ও মিজানুর রহমান প্রমুখ। উদ্বোধন শেষে বিভিন্ন শিল্পগোষ্ঠী নাটিকা ও ইসলামী গান পরিবেশন করেন।

