
ডেস্ক রিপোর্টঃ
যশোরের অভয়নগরের ৭নং শুভরাড়া ইউনিয়ন যুব জামাতের উদ্যোগে আজ মঙ্গলবার (১১ নভেম্বর) হিদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মোঃ শরিফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আমির ও যশোর ৪ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক গোলাম রসুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং শুভরাড়া ইউনিয়ন চেয়ারম্যান মাওঃ জহুরুল ইসলাম, শুভরাড়া ইউনিয়ন আমির মাওঃ আব্দুল সাত্তার, উপজেলা যুব জামাতের সভাপতি শেখ মাসুদ রানা
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “যুব সমাজই জাতির ভবিষ্যৎ। তাই তাদেরকে মদ, জুয়া ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে শিক্ষা, খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।
খেলাধুলা শুধু শরীর ও মনকে সতেজ রাখে না, সমাজে ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধনও দৃঢ় করে।”

