
বিশেষ প্রতিনিধি
যশোরে যুবলীগের বিক্ষোভ মিছিলের ব্যানার তৈরির সময় আটক হওয়া দেবু মল্লিক ও প্রতিষ্ঠান মালিক নাহিদ বিল্লাহর এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার রিমান্ড আবেদনের শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মণ্ডল এ আদেশ দেন। এর আগে পুলিশ তাদের পাঁচ দিন করে রিমান্ডের আবেদন জানায়। তাদের মধ্যে দেবু মল্লিক যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুলের ম্যানেজার হিসেবে কাজ করেন।
আদালত সূত্রে জানা যায়,গত ২৯ অক্টোবর রাত ১১টার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে শেখ হাসিনার মামলা প্রত্যাহার ও আইসিটি আইন বন্ধের দাবিতে যুবলীগ বিক্ষোভ মিছিল করার প্রস্তুতি নিচ্ছে। সেই বিক্ষোভের ব্যানার তৈরির কাজ চলছিল যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের আই.এন.বি ডিজিটাল নামের প্রিন্টিং প্রতিষ্ঠানে। দূর থেকে ওই কাজের নেতৃত্ব দিচ্ছিলেন আনোয়ার হোসেন বিপুল।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুলের নেতৃত্বে ডিবি ও সাইবারক্রাইম ইউনিটের একাধিক দল ওই প্রতিষ্ঠানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে কয়েকটি ব্যানার জব্দ করা হয়। পুলিশের দাবি, ব্যানার তৈরি করে বিক্ষোভের নামে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করা হয়েছিল। ঘটনাস্থল থেকেই নাহিদ বিল্লাহ ও দেবু মল্লিককে হাতেনাতে আটক করা হয়। পরের দিন এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই নাসির উদ্দিন বাদী হয়ে স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের ধারায় মোট ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলকে। রোববার এ মামলায় আটক দুইজনের একদিন করে রিমান্ডে মঞ্জুর করে আদালত।
উল্লেখ্য, শনিবার রাতে আটক আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম ফুল ও যুবলীগ নেতা রফিকুল ইসলাম ওরফে ঢোল রফিককে এ মামলায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
সম্পাদনায়
মোঃ মোকাদ্দেছুর রহমান রকি

