
বিশেষ প্রতিনিধি:
যশোরের অভয়নগর প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) বিকালে প্রেসক্লাবের নিজস্ব সভাকক্ষে সভাপতি রিপানুর ইসলাম রিপন-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুম, নির্বাহী সদস্য কামরুল ইসলাম, সহ-সভাপতি আমিরুল ইসলাম, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, দপ্তর সম্পাদক কামাল হোসেন, ক্রীড়া সম্পাদক মফিজুর রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবুল বাশার জীবন, সদস্য শেখ ফরিদ হোসেন, মিলান, আজিজুল রহমান প্রমুখ।
আলোচনায় সম্প্রতি কিছু অসাধু চক্র কর্তৃক অভয়নগর প্রেসক্লাবের নাম ব্যবহার করে বিভিন্ন স্থানে অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগ উঠে আসে। এ ঘটনায় প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভায় সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
সভা শেষে উপস্থিত সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানানো হয়।
০৫/১১/২৫

