
শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় পাশাপোল ইউনিয়ন পলুয়া গ্রামে কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হয়েছে । বুধবার (২৯ অক্টোবর) পাশাপোল ইউনিয়ন পলুয়া গ্রামে সর্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে শ্রী শ্রী কাত্যায়নী দেবী অষ্টমী পূজা অনুষ্ঠিত হয়েছে। অষ্টমী তিথিতে ভক্তমন্ডলী উপবাস করে কাত্যায়নী মায়ের অঞ্জলি দেওয়া হয়। কাত্যায়নী দেবীর অষ্টমীতিতে অঞ্জলি দেয়ার জন্য ভক্ত বৃন্দ পূজা মন্ডব এসে অঞ্জলি নিবেদন করেন। কাত্যায়নী পূজা মন্ডব পরিচালনা করেন কাত্যায়নী পূজা উদযাপন কমিটির সভাপতি সরজিত কুমার বিশ্বাস,সাধারণ সম্পাদক গোকুল বিশ্বাস, সহ সভাপতি গোপাল বিশ্বাস,যুগ্ন সাধারন সম্পাদক রনজিৎ চক্রবর্তী, সাংগঠনিক তপন সরকার, কোষাধক্ষ্য সুধাংশ বিশ্বাস, সদস্য অসিম বিশ্বাস,শিমুল বিশ্বাস,বিলা বিশ্বাস, সিমান্ত বিশ্বাস, এ সময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ও পাশাপো ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি মহাদেব রায়,উপজেলা পূজা উদযাপন পরিষদের আইন বিষয়ক সম্পাদক ও দলিত বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের সভাপতি সাংবাদিক শ্যামল দত্ত সহ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। ৩১ অক্টোবর রোজ শুক্রবার বিজয় দশমীর শেষ হবে।

