
বিশেষ প্রতিনিধি
চট্রগ্রাম সমুদ্র বন্দর বিদেশীদের কাছে ইজারা দেয়ার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় বাম গণতান্ত্রিক জোট যশোর জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
বাম গণতান্ত্রিক জোট যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক তসলিমুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অর্ধশতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলের পূর্বে প্রেসক্লাব যশোরের সামনে সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের সর্ববৃহৎ বন্দর চট্টগ্রাম সমুদ্র বন্দর। এ বন্দর বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। দেশের মোট আমদানি ও রপ্তানির সিংহভাগ কার্যক্রম এই বন্দরের মাধ্যমে সম্পন্ন হয়। নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য, শিল্পকারখানার কাঁচামালসহ আমদানি ও রপ্তানিযোগ্য পণ্যের বন্দর বিদেশীদের কাছে ইজারা দেওয়া কোনভাবেই কাম্য নয়। অতি দ্রুত এই সিদ্ধান্ত থেকে ফিরে আসার আহ্বান জানান নেতৃবৃন্দ।
সম্পাদনায় মোঃ মোকাদ্দেছুর রহমান রকি

