
বিশেষ প্রতিনিধি
যশোরে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার পুলিশ সদস্যরা অভিযানে রান্নাঘরের মেঝে খুঁড়ে পুঁতে রাখা একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে সদরের কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে এ অভিযান চালানো হয়।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবু হাসনাত খানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে দৌলতদিহি গ্রামের হুমায়ুন কবিরের ছেলে শাকিল হোসেনের (৩০) বসতবাড়ির রান্নাঘরের মেঝে খুঁড়ে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করে। তবে অভিযানের আগেই শাকিল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
শাকিলের মা সকিনা বেগম জানান, প্রায় এক সপ্তাহ আগে তার ছেলে শাকিল পিস্তলটি পলিথিনে পেঁচিয়ে রান্নাঘরের মেঝেতে মাটি খুঁড়ে পুঁতে রাখে।
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. আবু হাসনাত খান জানান, উদ্ধার করা পিস্তলটি থানায় জিম্মায় রাখা হয়েছে এবং ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।এঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি, তবে পলাতক আসামিকে আটকের চেষ্টা চলছে।

