
শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধি ঃ যশোরের চৌগাছায় ওয়েব ফাউন্ডেশনের উদ্যেগে বিশ্ব হাত ধোয়া দিবা উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১ টায় জগদীশপুর ইউনিয়ন স্বর্পরাজপুর গ্রামের গড়াই মহিলা সমিতির কার্যালয়ের পাশে নারী, পুরুষ ও শিশুরা একাত্রে হাতধোয়া অভ্যাস মেনেচলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।সঠিক নিয়মে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বিশ্ব হাত ধোয়া দিবসে ওয়েব ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তারের উপ- সহকারী প্রকৌশলী এম এস আলমগীর হোসেন। ওয়েব ফাউন্ডেশনের ওয়েব ফাউন্ডেশনের ম্যানেজার আতিয়ার রহমানের নসঞ্চালনায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ওয়েব ফাউন্ডেশনের অডিট অফিসার হাসানুজ্জামান, গড়াই মহিলা সমিতির সভা নেত্রী আসমিনা বেগম এছাড়া উপস্থিত ছিলেন
ওয়েব ফাউন্ডেশনের ফেল কর্মী উজ্জল হোসেন, গড়াই মহিলা সমিতির সাধারণ সম্পাদিকা বিউটি বেগম সদস্য জাহিদা বেগম,ইয়াসমিন খাতুন, রেখা খাতুন,কাকলী বেগম,আকলিমা বেগম সহ সমিতির সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে
বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী অনুষ্ঠিত হয়েছে।