
বিশেষ প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামে ঝরনা সরকার (৭৮) নামে এক বৃদ্ধা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (১২ অক্টোবর) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিট থেকে ভোর ৬টার মধ্যে যে কোনো এক সময়ে ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ঝরনা সরকার দেবদাস রায়ের কন্যা ও নিরাপদ সরকারের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যা ও নানা শারীরিক রোগে ভুগছিলেন। ভোরে ঘুম থেকে উঠে বাইরে বের হলে তার পোতাছেলে পিয়াস সরকার (১২) বাড়ির পাশে লম্বু গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ঝরনা সরকারকে দেখতে পান। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে নিচে নামিয়ে মৃত অবস্থায় পান।
খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক অস্থিরতা থেকেই বৃদ্ধা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
অভয়নগর থানার এসআই (নিঃ) গোবিন্দ কুমার মণ্ডল জানান, “ঘটনাস্থল পরিদর্শন শেষে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।