
চৌগাছা (যশোর) প্রতিনিধি ঃ
যশোরের চৌগাছায় এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় অভিযোগ করায় প্রাণনাশের হুমকির মুখে বাদী। উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের কাকুরিয়া নওদাপাড়া গ্রামের মাদক সম্রাট আশরাফুল ইসলামের বিরুদ্ধে থানায় অভিযোগ করায় প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন বাদী নাসির উদ্দীন। আশরাফুল ইসলাম চুটাহুদা গ্রামের ফজলুর রহমানের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার নাসির উদ্দীন বাদী হয়ে চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগে বলেন, যুবলীগ নেতা আশরাফুল ইসলামের কাকুড়িয়া নোওদাপাড়া গ্রামের রফিউদ্দিনের বাড়ির সামনে ৯ বিঘার একটি বড় পুকুর আছে। এ পুকুরের পাশেই আমার ৪বিঘা জমিতে ধান রয়েছে। অতি বৃষ্টির কারণে ধানক্ষেত অনেকটা পানিতে ডুবে যায়।
১০ সেপ্টেম্বর রাতে পরিকল্পিতভাবে যুবলীগ নেতা আশরাফুল ইসলাম তার পুকুরে মোটর সেট করে পানি সেচে আমার ধান ক্ষেত ডুবিয়ে দেয়। পর দিন সকালে আমার ভাইপো কাকুড়িয়া নোওদাপাড়া গ্রামের আমজেদ আলীর ছেলে বিল্লাল হোসেন (৩০) এ ঘটনার প্রতিবাদ করলে তাকে মারধর করে তাড়িয়ে দেয়। এর পর সন্ধ্যা ৭ টার আশরাফুল ইসলাম ও তার সন্ত্রাসী বাহিনী নিয়ে কৃষক রফিউদ্দিন বাড়ি গিয়ে লোহার রড, শাবল, হাঁসুয়া, ধারালোর দা, চাইনিচ কুঠাল লাঠি-শেটা নিয়ে তাদের উপর হামলা চালায়। এ সময় তারা হত্যার উদ্দেশ্যে রফি উদ্দিনের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তিনি মাটিতে পড়ে গেলে রোড দিয়ে পিটিয়ে ডান হাতের কবজি ভেঙ্গে দেয়।তার স্ত্রী নাছিমা বেগম (৫০) এগিয়ে আসলে হাসুদিয়ে মাথায় কোপ দিয়ে আহত করে। পরে তারা আমার চাচাতো বোন
চায়না খাতুনকে (৫০) হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে। আহতদের মধ্যে রফি উদ্দিন যশোর জেনারেল হাসপাতালে অন্যরা চৌগাছা হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ করেন।
এ ঘটনায় নাসির উদ্দীন বাদী হয়ে চুটাহুদা গ্রামের ফজলুর রহমানের ছেলে আশরাফুল ইসলাম (৪২) একই গ্রামে শহর আলীর ছেলে ইউনুচ আলী, আফসার আলীর ছেলে মইদুল ইসলাম (৫০) মাকাপুর গ্রামের মইদুলের ছেলে আহাদ আলী (২৮) ও তারেক আলী (২৫), শহিদুল ইসলামের ছেলে হাছান আলী (২৮), আহছানুল্লাহর ছেলে রফিকুল ইসলাম (৩০), নজরুল ইসলামের ছেলে শুকুর আলী (৩৩), ছোট কাকুরিয়ার ইনতাজ আলীর ছেলে উজ্জল মন্ডল, কাঁকুড়িয়া গ্রামের মৃত চকম আলীর ছেলে আতিয়ার রহমানকে আসামী করে চৌগাছা থানায় একটি মামলা দায়ের করেন। এরা সবাই মাদক ব্যবসায়ী ও হত্যাসহ বিভিন্ন মামলার আসামি। তারা আশরাফুল ইসলামের সাথে থেকে সন্ত্রাসী কর্মকান্ড চালায় আসছে।
থানায় অভিযোগ দেওয়ায় পরে তা তুলে নেওয়া জন্যআশরাফুল ইসলাম ও তার সন্ত্রাসীরা কৃষক পরিবারের জীবন নাশের হুমকি ওভয় ভীতি দেখাচ্ছেন। ফলে পরিবার ও বাদী বর্তমানে নিরাপত্তা হীনতায় ভুগছেন।
এ বিষয়ে চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, মামলাটি কোটে চলে গিয়েছে । তবে বাদির পরিবারের হামলা করছে । তদন্ত পূর্ব ব্যবস্থানে হবে।