
শ্যামল দত্ত চৌগাছা ( যশোর) প্রতিনিধি ঃ যশোরের চৌগাছায় প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হল শারদীয় দূর্গা পূজা । রবিবার (২ অক্টোবর) রাত ৮ টার পরে ৪৮ টি পূজার মন্ডবে থেকে সনতন ধর্ম অবলম্বের বড় উৎসব শারদীয় দূর্গা পূজার প্রতিমা বিসর্জনের মাধ্যমে পূজার সমাপ্তি হয়েছে। উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার তাজমিন জাহান নেতৃত্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন , আনসার ভিডিপি কর্মকর্তা ইসরাফিল হোসেন তাদের কঠোর নিরাপত্তার ও সার্বিক সহযোগিতা করেছেন
উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম,উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য জহরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদ ও হাকিমপুর ইউনিয়ন চেয়ারম্যান মাসুূুদুল হাসান, উপজেলা জামাত ইসলাম থেকে উপজেলা জামাত ইসলামের আমির মাওলানা গোলাম মোর্শেদ, জামায়াতের ছেলেটাই নুরুজ্জামান, সহকারী সেক্রেটারি কামাল আহমেদ, পৌর বিএনপি সভাপতি সেলিম রেজা আওয়ালীয়ার ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম চঞ্চল, পৌর জামায়াতে ইসলামী আমির আব্দুল খালেক, উপজেলা পূজা উদযাপন পরিষদ,হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ্য ঐক্য পরিষদ, সাংবাদিক, উপজেলা যুবদল,স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, ছাত্র শিবির সহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতায় শারদীয় দূর্গা পূজা সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে।