বিশেষ প্রতিনিধি
যশোর জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভায় টিআর (টেস্ট রিলিফ) বরাদ্দের অর্থ অপব্যবহারের অভিযোগে উঠেছে
জানা গেছে, ২০২৩-২০২৪ অর্থ বছরে পৌরসভার বরাদ্দ পাওয়া টিআর ফান্ড থেকে উপজেলা পরিষদের অফিসার ক্লাবে একটি এসি স্থাপন করা হয়েছে। অথচ টিআর (টেস্ট রিলিফ) প্রকল্পের নীতিমালায় এ ধরণের ব্যয়ের কোনো বিধান নেই। ওই এসির মূল্য দেখানো হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকা।
টিআর বরাদ্দ সাধারণত জনগণের কল্যাণ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যয় করার কথা। বিশেষ করে দরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ক্ষুদ্র অবকাঠামো উন্নয়ন, সড়ক সংস্কার, ড্রেন নির্মাণ কিংবা জরুরি সহায়তা প্রদানের জন্য এ বরাদ্দ ব্যবহার করা হয়। কিন্তু নীতিমালা অমান্য করে অফিসার ক্লাবে এসি স্থাপন করা হয়েছে।
এ ঘটনায় নওয়াপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম ও সার্ভেয়ার আলী আকরাম হাওলাদারের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। তবে সরাসরি জড়িত থাকার বিষয়ে কেউই স্পষ্টভাবে স্বীকার করেনি।
এ ব্যাপারে সার্ভেয়ার আলী আকরাম হাওলাদার কোন মন্তব্য করতে চাননি।
নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম বলেন, “এটা দেওয়া ঠিক হয়নি। এবিষয়ে সাবেক পৌর প্রশাসক ও সার্ভেয়ার আলী আকরাম হাওলাদার বলতে পারবে। আমি কিছুই জানতাম না, পরে শুনেছি।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বলেন, জনগণের করের টাকা দিয়ে গঠিত এ বরাদ্দ। প্রভাবশালীদের বিলাসিতায় ব্যবহার করা এক ধরনের চরম অনিয়ম। নওয়াপাড়ার রাস্তাঘাট, ড্রেন, বাজার ও জনসেবামূলক বিভিন্ন স্থাপনা জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। অথচ টিআরের অর্থ উন্নয়নে না খরচ করে ক্ষমতাবানদের স্বার্থে ব্যবহার করা হচ্ছে। এতে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে।”

