
উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার :যশোরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে ঢাকার সোনারগাও রোড এলাকা হতে তারেক আজিজ ওরফে সুজনকে গ্রেফতার করে র্যাব।
র্যাব -৬, সিপিসি-৩, কোম্পানির কমান্ডার জানান, যশোর কোম্পানি এবং র্যাব-১ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুরে একটি অভিযান পরিচালনা করে রাজধানী ঢাকার তুরাগ থানাধীন, সোনারগাঁও জনপদ রোড হতে যশোর কোতয়ালী মডেল থানার মাদক মামলার যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত তৎসহ ১০,০০০/- (দশ) হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ১। তারেক আজিজ ওরফে সুজন (৩১), পিতা- মৃত জুলফিকার আলী, সাং- দায়তলা,কোতয়ালী মডেল, যশোরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।