
উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার;
র্যাব -১০ এর একটি চৌকস আভিযানিক দলগতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর গোলাপবাগ এলাকা থেকে পুলিশের একটি লুট হওয়া গ্যাসগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
র্যাব -১০ সুত্র থেকে জানান,গতকাল ১৩ সেপ্টেম্বর রাত অনুমান আটটার দিকে.গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে র্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ মাঠে নজরদারি শুরু করে। নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এলাকা স্ক্যানিং শেষে গোলাপবাগ মাঠের দক্ষিণ-পূর্ব পার্শ্বে ওয়ালের পাশ ঘেঁষে রাখা একটি সাদা প্লাস্টিকের বস্তার ভিতর হতে পরিত্যক্ত অবস্থায় রাত অনুমান ৯.৪৫ ঘটিকার সময় একটি অত্যাধুনিক বিদেশি গ্যাসগান উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, উদ্ধারকৃত গ্যাসগানটি একটি সরকারি গ্যাসগান, যা পুলিশের লুট হওয়া অস্ত্রের সাথে মিলে যায় এবং অস্ত্রটির বাটে ডিএমপি লিখা আছে। এ ধরনের অস্ত্রের অপব্যবহার জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। অস্ত্রটি জব্দ করা হয়েছে এবং উদ্ধারকৃত গ্যাসগানটি সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটক করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

