
চৌগাছা (যশোর) প্রতিনিধি ঃ
যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নকল প্রসাধনী সংরক্ষণ ও বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও পৌর প্রশাসক তাসমিন জাহান। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯ ধারা অনুযায়ী এই জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কোম্পানী সীলমহর বিহীন বেনামী ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনীর মালামাল সংরক্ষণ ও বিক্রির অভিযোগে হাই চয়েজের প্রোপ্রাইটর উজ্জল কুমারকে ৫ হাজার টাকা, নিউ দিছার স্টোরের মালিক আলমগীর হোসেনকে ৫ হাজার টাকা, একই অপরাধে টপশপ দোকানের মালিক সোহান হোসেনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয়দের অভিযোগ, এ সকল দোকান গুলোর মালিকরা ক্ষতিকর বেনামী মেয়াদোত্তীর্ণ প্রসাধনী ও জিনিস পত্র সংরক্ষণ ও বিক্রিসহ নানা অনিয়ম করে আসছিলো এ দিকে কোন কোন ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা করছেন। একাধিকবার জরিমানা করা হলেও তারা তা পরোয়া করেন না এবং স্বেচ্ছায় সামান্য জরিমানা দিয়েই আবার একই কাজ চালিয়ে যান।
অভিযান কালে, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) তাসমিন জাহানের পেশকার অলক কুমার বিশ্বাস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও পৌর প্রশাসক তাসমিন জাহান বলেন, ভেজাল ও নকল প্রসাধনী ও জনস্বাস্থ্যে জন্য মারাত্মক ঝুঁকিপূন্য মালামাল সংরক্ষণ ও বিক্রির বিরুদ্ধে ভোক্তার অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যহত থাকবে।