
উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার :
পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ মঞ্জুরুল হক ভুঞা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, যশোরের নেতৃত্বে এসআই(নিঃ)/ শেখ আবু হাসান, এএসআই(নিঃ)/ মোঃ নাজমুল হোসেন সঙ্গীয়-ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান চালিয়ে গতকাল ইং- ২৫/০৮/২০২৫ খ্রিঃ তারিখ রাত্র ০৯.৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতয়ালী থানা চাঁচড়া সাকিনস্থ বিএডিসি ভবনের পূর্বপাশে চাঁচড়া টু পালবাড়ি গামী হাইওয়ে রাস্তার উপর বেনাপোল হতে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান যাহার রেজিঃ নং-ট-১১-২১৭৭ সহ মোঃ ফরহাদ হোসেন(৩২) এবং মোঃ সাকিব হোসেন(১৯)’দ্বয়কে গ্রেফতার করে। আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে উক্ত কাভার্ড ভ্যানের চালক মোঃ ফরহাদ হোসেন (৩২) ট্রাকের চালকের সিটের নিচ হইতে কসটেপ দ্বারা মোড়ানো একটি ৭.৬৫ বিদেশী পিস্তল (যাহার স্লাইড এর পাশের গায়ে ইংরেজিতে MADE IN USA, N03 এবং অপর পাশের গায়ে ইংরেজিতে 7.65 TROUND খোদাই করে লেখা আছে), ০২টি পিস্তলের ম্যাগজিন ও ০২টি পিস্তলের গুলি উদ্ধার পূর্বক জব্দ করে। ধৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর জ্ঞাতস্বরে বেনাপোল এলাকা হইতে অস্ত্র বহন করে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে পৌঁছে দেয় মর্মে স্বীকার করে।
এ সংক্রান্তে এসআই(নিঃ)/শেখ আবু হাসান বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি এজাহার দায়ের করেন আসামিরা হলেন মোঃ ফরহাদ হোসেন (৩২)পিতা-মোঃ আঃ আওয়াল মাতা-মোছাঃ আয়না বেগম।বেনাপোল পোর্ট যশোর।মোঃ সাকিব হোসেন (১৯),পিতা-মোঃ আফজাল হোসেন বিশ্বাসমাতা-মোছাঃ সুমি খাতুন,সাং- ভবের বেড় বেনাপোল পোর্ট যশোর।
উদ্ধার কৃত আলামত, ৭.৬৫ বিদেশী পিস্তল (যাহার স্লাইড এর এক পাশের গায়ে ইংরেজিতে MADE IN USA, N03 এবং অপর পাশের গায়ে ইংরেজিতে 7.65 TROUND খোদাই করে লেখা আছে)০২টি পিস্তলের ম্যাগজিন,০২টি পিস্তলের গুলি ও
০১টি কাভার্ড ভ্যান, যাহার রেজিঃ নং-টগ্রেফতারকৃত আসামীদ্বয়কে ইং ২৬/০৮/২০২৫ খ্রিঃ তারিখ আদালতে সোপর্দ করা হয়।