
স্টাফ রিপোর্টার
দৈনিক গ্রামের কাগজের স্থানীয় প্রতিনিধি শামছুজ্জামান মন্টুর মাতা মোমেনা বেগম(৮৪) বার্ধক্য জনিত কারনে শনিবার(২৩/৮/২৫) সকাল ৯টায় নিজ বাড়ি মনিরামপুর উপজেলার হরিদাসকাঠি ইউনিয়নের আঠারোপাকিয়া গ্রামে ইন্তেকাল করেছেন(ইন্ন লিল্লাহি ওয়াইনা লিল্লাহির রাজিউন)।তিনি দুই ছেলে, চার মেয়ে, নাতি নাতনি সহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। তার মাতার মৃত্যুতে অভয়নগর প্রেসক্লাবের নের্তৃবৃন্দ শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন।