
স্টাফ রিপোর্টার
যশোরের অভয়নগরে ব্যক্তিগত উদ্যোগে জনস্বার্থে ২ লাখ ৮৮ হাজার তালবীজ রোপন করে দেশ বিদেশে আলোড়ন সৃষ্টি করেছেন প্রান্তিক কৃষক চিত্তরঞ্জন দাস। বিগত ১৭ বছর ধরে তিনি বিভিন্ন সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান ও পতিত জমিতে তালবীজ রোপন করেন। সেই ধারাবাহিকতায় এ বছরও তিনি ৫০ হাজার তালবীজ রোপনের কর্মসুচি হাতে নিয়েছেন।
এবার তার তালবীজ রেপনের ১৮তম বছর। শুক্রবার(২২/৮/২৫) সকাল সাড়ে ১১টায় উপজেলার দেয়াপাড়া গ্রামে নওয়াপাড়া ঢাকা সড়কে এ বছর তালবীজ রোপন শুরু করেন। অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতিম শীল উপস্থিত থেকে তার তালবীজ রোপন কর্মসুচি উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অভয়নগর প্রেসক্লাবের সভাপতি রিপানুর ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাছুম, সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর স¤্রাট প্রমুখ।
চিত্ত রঞ্জন দাস বলেন, তিনি এবছর ৫০ হাজার তালবীজ রোপন করবেন। ভবদহ জলাবদ্ধতার কারনে উপজেলার চারটি ইউনিয়ন বাদে সকল ইউনিয়নের বিভিন্ন সড়ক, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও পতিত জমিতে তালবীজ রোপন করবেন। এ ছাড়া তার সাথে যোগাযোগ করলে দেশের যে কোন প্রান্তে যেয়ে তালবীজ নিয়ে তিনি রোপন করবেন।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, চিত্তরঞ্জন দাস একজন পরিবেশ সচেতন ব্যক্তি। তার এ মহতি কাজকে আমি সম্মান করি। তার দেখাদেখি আরো লোক এগিয়ে আসুক পরিবেশ সুরক্ষায়।