
জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর)থেকে
যশোরের কেশবপুরে “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যোকে সামনে রেখে সোমবার বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরে বের হওয়া র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সকাল উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন অনুষ্ঠানের সভাপতিত্বে উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা সভাপতি আবুল হোসেন আজাদ, পৌর বিএনপি সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সদর ইউনিয়ন চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস।
আলোচনা শেষে চিংড়ী মাছ উৎপাদনে বিশেষ অবদানের জন্য আব্দুস সবুর মোল্লা, তরুণ উদ্যোক্তা হিসেবে কার্প জাতীয় মাছ উৎপাদনে ইয়াসিন আরাফাত ও মুজিবর রহমান এবং পাবদা মাছ উৎপাদনে বিশেষ অবদানের জন্য ইস্রাফিল হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।