
উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টারঃ নিয়মিত টহলের অংশ হিসেবে র্যাব-৬, ভাটিয়াপাড়া, গোপালগঞ্জ ক্যাম্পের এর একটি আভিযানিক দল বিকাল আনুমানিক ৪ টা ৩০ মিনিটের সময় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ও সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষ্যে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে, ঢাকা গুলিস্তান হতে যশোরের উদ্দেশ্যে ছেড়ে আসা নড়াইল এক্সপ্রেস নামক বাসে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন মধুমতি টোল প্লাজা এলাকায় তল্লাশীকালে ০১ জন মাদক ব্যবসায়ী- ১। মোঃ আরিফুল্লাহ (২২), পিতাঃ নূরুল কবির, মাতা-মুবিনা খাতুন, সাং-দারীয়ার দিঘী মেীলভী পাড়া, ইউনিয়ন-০৯ নং খনিয়াপালং ০১ নং ওয়ার্ড, থানা-রামু, জেলা-কক্সবাজারকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামি ১। মোঃ আরিফুল্লাহ (২২) এর কাছে রক্ষিত কালো রংয়ের একটি ব্যাগের মধ্যে হতে ৫৮৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
জব্দকৃত আলামত এবং গ্রেফতারকৃত আসামিকে গোপালগঞ্জ কাশিয়ানী থানায় হস্তান্তর করে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।