
শ্যামল দত্ত চৌগাছা(যশের) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছা উপজেলায় সারাদেশের ন্যায় প্রথম দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) অনুষ্ঠিত এ পরীক্ষায় উপজেলার আটটি কেন্দ্রে প্রথম দিনেই অনুপস্থিত ছিল ২৫ জন শিক্ষার্থী।
উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, এ বছরে উপজেলায় ১ হাজার ৬৩৩ জন পরীক্ষার্থীর জন্য মোট কেন্দ্র রয়েছে ৮টি। এর মধ্যে ৭৭ জন আলিম পরীক্ষার্থীর জন্য রয়েছে ১টি কেন্দ্র। এছাড়া উপজেলায় ২৯৪ জন বিএম শাখার শিক্ষার্থীর জন্য রয়েছে আরও তিনটি কেন্দ্র।
কেন্দ্রগুলোতে প্রথম দিনেই এইচএসসিতে ২৩ এবং আলিমে ২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এইচএসসিতে অনুপস্থিত ছাত্র ১২ জন এবং ছাত্রী ১১ জন। আলিমে অনুপস্থিত ছাত্র ১ জন এবং ছাত্রী ১ জন।
চৌগাছা সরকারি কলেজ কেন্দ্রে ১৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ২ জন। চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজে ২৫৯ জনের মধ্যে অনুপস্থিত ছিলেন ৪ জন। এবিসিডি কলেজে ১৭০ জনের মধ্যে অনুপস্থিত ছিলেন ২ জন। জিসিবি আদর্শ কলেজে ২০৭ জনের মধ্যে অনুপস্থিত ছিলেন ১ জন। তরিকুল ইসলাম পৌর কলেজে ১৬৮ জনের মধ্যে ৪ জন অনুপস্থিত ছিলেন। পাশাপোল কলেজে ২০৪ জনের মধ্যে অনুপস্থিত ছিলেন ২ জন। এস এম হাবিবুর রহমান পৌর কলেজে ২৪৭ জনের মধ্যে অনুপস্থিত ছিলেন ১ জন। এবং চৌগাছা কামিল মাদ্রাসার আলিম পরীক্ষার কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ২ জন পরীক্ষার্থী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম বলেন, “উপজেলায় প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।”