
চৌগাছা( যশোর) প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চৌগাছায় যশোর -২ (চৌগাছা -ঝিকরগাছা) আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী বাইছাইয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) সকাল দশটা থেকে বিকাল তিনটা উপজেলা ইসলামি আন্দোলনের কার্যালয়ে পর্যন্ত বিরতিহীনভাবে চলে এ ভোট গ্রহন।
নেতৃবৃন্দ জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় নির্দেশে প্রার্থী বাছাইয়ে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। এতে মূল দলসহ অঙ্গসংগঠনের কমিটির সকল নেতৃবৃন্দ ভোট প্রদান করেছেন।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ইসলামী আন্দোলনের খুলনা বিভাগের দায়িক্তপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শোয়েব হোসেন, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, জেলা ইসলামি আন্দোলনের সভাপতি মিয়া মোহাম্মদ আব্দুল হালিম, জেলা ইসলামি আন্দোলনের শিক্ষক ফোরামের সভাপতি কামরুজ্জামান,চৌগাছা উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি মাওলানা আনিছুর রহমান, সাধারন সম্পাদক মুফতি শিহাব উদ্দীন, উপজেলা যুব আন্দোলনের সভাপতি ইউসুফ আমীর পরাগ, উপজেলা শ্রমিক আন্দোলনের সভাপতি হাজ্বী শিহাব উদ্দীন, পৌর ইসলামি আন্দোলনের সভাপতি নুরুজ্জামান, সাধারন সম্পাদক মুফতি আশরাফুজ্জামান, ইসলামি ছাত্র আন্দোলনের সভাপতি জিসান আহমেদ, সাধারন সম্পাদক মাসুম বিল্লাহ, উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।