Type to search

অভয়নগরে বোরো ধান ও চাল সংগ্রহ শুরু

অভয়নগর

অভয়নগরে বোরো ধান ও চাল সংগ্রহ শুরু

সব্যসাচী বিশ্বাস (অভয়নগর) যশোর:

যশোর জেলার অভয়নগর উপজেলার অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ-২০২২ অভিযানের উদ্ভোধন হয়েছে। উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে ২৩ মে ২০২২ সোমবার দুপুরে নওয়াপাড়া সরকারি খাদ্য গুদামে উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মীনা খানম, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, নওয়াপাড়া সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অসীম কুমার মন্ডল প্রমুখ। উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৮ এপ্রিল থেকে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। যা চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। এবার চালের লক্ষ্যমাত্রা ৭ হাজার ২১২ মেট্রিক টন এবং ধানের লক্ষ্যমাত্রা ১ হাজার ৮৫২ মেট্রিক টন। প্রতিকেজি চাল ৪০ টাকা ও প্রতিকেজি ধান ২৭ টাকা দরে ক্রয় করা হচ্ছে।