অভয়নগরে র্যাব ’র অভিযানে ৫ টি বোমা সহ ১ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার:
যশোরের অভয়নগার উপজেলায় র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি চৌকস দল আভিযান চালিয়ে ৫টি ককটেল সহ রাকিবুল ইসলাম নয়ন(২৩)কে গ্রেফতার করেছে। রোববার দিবাগত রাত একটায় উপজেলার বাগদহ পশ্চিম পাড়ায় এ অভিযান চালানো হয়।
র্যাবে’র এক প্রেস বার্তায় জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভয়নগর থানাধীন বাগদা পশ্চিমপাড়ায় অভিযান চালায়। এসময় রাস্তার উপর কয়েকজন ব্যক্তি দাড়িয়ে ছিলো। তার মধ্য হতে যশোর সদর থানার তায়েব আলীর ছেলে রাকিবুল ইসলাম নয়নকে জাপটে ধরা হয়। বাকিরা পালিয়ে যায়। পরে তাকে তল্লাশিকালে তার হেফাজত থাকা ১ টি সাদা প্লাষ্টিকের বাজারের ব্যাগের মধ্যে বিশেষভাবে রক্ষিত হাত বোমা সাদৃশ্য ০৫ (পাঁচ) টি লাল টেপে মোড়ানো ককটেল বোমা উদ্ধার করা হয়। আটক রকিবুলের বিরুদ্ধে ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইন এর ৪/৫/৬ ধারায় অভয়নগর থানায় মামলা রুজু করা হয়েছে।