চৌগাছায় মটর সাইকেলের ত্রিমুখি সংঘর্ষে স্বামী স্ত্রী হতাহত

চৌগাছা (যশোর) সংবাদদাতা :
যশোরের চৌগাছায় তিন মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ডালিম (৪৫) নামে একজন নিহত এবং তার স্ত্রী উষা বেগম(৩৫) আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে চৌগাছা যশোর সড়কের কয়ারপাড়া গ্রামের কড়ইতলা বাজারে এ দূঘর্টনা ঘটে। নিহত ডালিম উপজেলার ফুলসারা গ্রামের আজ্জাদ মাস্টারের ছেলে। প্রত্যক্ষদর্শী কড়ইতলা বাজারের দোকানদার ফারুক হোসেন জানান নিহত ডালিম হোসেন তার স্ত্রীকে নিয়ে মটরসাইকেল যোগে চৌগাছা থেকে যশোর অভিমুখে যাচ্ছিল। বিপরীত দিক থেকে দুটি মটরসাইকেলে চারজন পাশাপাশি আসছিল। কড়ইতলা বাজারে তাদের মুখোমুখি সংঘর্ষ হলে ডালিম মারাত্মক আহত হয় এবং তার স্ত্রীর পা ভেঙ্গে যায়। অন্য মটরসাইকেল আরোহীরা সামান্য আহত হয়। ঘটনা ঘটার সাথে সাথে ঘটনাস্থলের পাশেই অবস্থিত চৌগাছা ফায়ার সার্ভিস অফিসের সদস্যরা তাদেরকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডালিমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হানপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় বেলা ১২টার দিকে ডালিম মৃত্যবরণ করে।