
জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে। যশোরের কেশবপুরে আগামী পৌরসভার নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী অ্যাডভোকেট মিলন মিত্র শুক্রবার সন্ধ্যায় পৌর সভার ৯ নং বালিয়াডাঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ ভোটারদের সাথে মতবিনিময় করেছেন।
সুবোধ মিত্র অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হাসেন আলীর সভাপতিত্বে ও মাওলানা নাসির উদ্দিনের সঞ্চালনায় এনমতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার খান, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোজহার আলী, স্বপন বিশ্বাস, আবুল কালাম প্রমুখ। এ সময় মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট মিলন মিত্র বলেন, দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং ভোটারদের মাধ্যমে যদি বিজয়ী হতে পারি তাহলে কেশবপুর পৌরসভাকে সন্ত্রাস, মাদক মুক্ত করাসহ অসহায় মানুষের পাশে থেকে কাজ করবো। কেশবপুর পৌর সভাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলবো। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগের নেতৃবৃন্দ।