
স্টাফ রিপোর্টার: অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামে এক পিতা তার ১৭ বছরের ওরাশজাত কন্যাকে ধর্ষণের প্রচেষ্টা করেছেন। এ ঘটনায় ওই কন্যার মাতা থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনার সত্যতা পায়। পরে ধর্ষক পিতাকে পুলিশ গ্রেফতার করে। ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলা নং ১২/ তারিখ: ১২/১০/২০২০।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার রাতে মেয়েকে নিয়ে শুয়ে ছিলেন তার মাতা। গভির রাতে পাশের ঘর থেকে তার পিতা মেয়ের ঘরে প্রবেশ করে। সে প্রথমে মেয়ের ওড়না ধরে টানা হেচড়া করে। পরে মেয়ের পাজামা খোলার চেষ্টা করে। এ ঘটনায় মেয়ে চিৎকার করলে মায়ের ঘুম ভেঙ্গে যায়। পরে মা তার স্বামীকে জাপটে ধরে। এর আগে দুই বার মেয়েকে ধর্ষণের চেষ্টা করেছে ওই পিতা। অভয়নগর থানার অফিসার ইনচার্য তাজুল ইসলাম বলেন, ঘটনার সত্যতা পেয়ে মামলা নিয়েছি। আসামী ধর্ষক পিতা গ্রেফতার হয়েছে। আজ মঙ্গলবার তাকে আদালতে পাঠাবো।