অভয়নগরের সিদ্দিপাশায় বার্ষিক ওয়াজ মাহফিলে মাওলানা ক্বারী আব্দুল্লাহ আল-আমিনের বয়ান : ১৩ মার্চ সমাপনী

সব্যসাচী বিশ্বাস (স্টাফ রিপোর্টার) :
প্রখ্যাত মুফাস্সির ও ক্বারী মাওলানা আব্দুল্লাহ আল-আমিনের ওয়াজ মাহফিলে ধর্মপ্রাণ মানুষের ঢল নেমেছে অভয়নগরের সিদ্দিপাশার নাউলী ওয়াজ মাহফিলে। ১২ মার্চ শনিবার বিকেল ৪টায় উপজেলার শুভরাড়া ইউনিয়নের নাউলী হাইস্কুল ময়দানে ২ দিন ব্যাপী ওয়াজ মাহফিলের প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে ওয়াজ করেন তিনি। উক্ত মাহফিলে বিশেষ বক্তা ছিলেন হাফেজ মাও. কবিরুল ইসলাম।
আগামিকাল ১৩ মার্চ শেষ দিনে বয়ান করবেন, মোফাস্সিরে কোরআন মাও. নূরুল ইসলাম জিহাদী, সাতক্ষিরা। সভাপতিত্ব করবেন, আলহাজ আব্দুর রশিদ মোল্যা। সৌজনে নাউলী ইয়ং লাইটস্।
১২-৩-২২