Type to search

চৌগাছায় ৪২ টি মোটরসাইকেল অটক

চৌগাছা

চৌগাছায় ৪২ টি মোটরসাইকেল অটক

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছা নিবন্ধনবিহীন,ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় অপরাধে ৪২ টি মোটরসাইকেল জব্দ করেন ট্রাফিক পুলিশ।সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত যশোর ট্রাফিক পুলিশের টি এস আই সাইফুল ইসলাম নেতৃত্বে শহরের বিভিন্ন সড়কে অভিযানে চালিয়ে এসব মোটরসাইকেল জব্দ করেন চালকদের নামে মামলা দেয়া হয়।টি এস আই সাইফুল ইসলাম বলেন নিবন্ধন ,ড্রাইভিং লাইসেন্স ,হেলমেট না থাকায় অভিযোগ এসব মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।চৌগাছা থানার ডিইটি কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক এ এস আই সুমন হোসেন বলেন বিকালে সাড়ে পাচঁটার পর্যন্ত ৪২ টি মোটরসাইকেল থানায় হেফাজতে দিয়েছে ট্রাফিক পুলিশ সদস্যরা।