
স্টাফ রিপোর্টার
আসন্ন ২০ সেপ্টেম্বর নওয়াপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের সুশান্ত কুমার দাস শান্তর পক্ষে চেঙ্গুটিয়া বাজারে গণসংযোগ ও পথসভা করেছেন অভয়নগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও পৌর যুব মহিলা লীগের সভাপতি ডাঃ মিনারা পারভীন। গতকাল সোমবার বিকাল ৫ টায় আয়োজিত পথসভার বক্তৃতায় তিনি আওয়ামীলীগ সরকারের উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরেন ও নৌকা প্রতিকে ভোট চেয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সুশান্ত কুমার দাস শান্তকে ভোট দেওয়ার কথা বলেন। তিনি আরও বলেন নওয়াপাড়া পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভা হিসাবে গড়ে তুলতে ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার বিকল্প নাই। এ সময় অভয়নগর উপজেলার বিভিন্ন স্তরের শতাধিক মহিলা ও পুরুষ নেতাকর্মী ও ভোটাররা উপস্থিত ছিল।