চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় চালকের মৃত্যু

অনলাইন ডেস্ক:চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডের জোড়ামতল ফকিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় এক চালকের মৃত্যু এবং পাঁচজন যাত্রী আহত হয়েছেন। বুধবার সকালে সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম নুরুল আফসার (৪৫)। তার বাড়ি চকরিয়ায়।
বার আউলিয়া থানার ইনচার্জ নাজমুল হক বলেন, সিলেট থেকে নোহা মাইক্রোবাস যাত্রী নিয়ে চট্টগ্রামে আসার পথে ফকিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরি পেছনে দ্রুত গতির মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক নুরুল আফসারের মৃত্যু হয়। মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সূএ:বাংলাদেশ প্রতিদিন