বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী ২০২১

স্টাফ রিপোর্টার ইমদাদুল হক রহীম।
যশোর অভয়নগর সিদ্দিপাশা ইউনিয়নের ধুলগ্রাম ফাহিম উদ্দিন সরদার ফাউন্ডেশনের একটি অঙ্গপ্রতিষ্ঠান আব্দুস সালাম মডেল মাদ্রাসা । গত ৩১ ডিসেম্বর সকাল ৯:৩০টায় অত্র মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফাহামউদ্দিন সরদার ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব এস এম রাকিবুল হক এর সভাপতিত্বে পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং সিদ্দিপাশা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব শেখ আবুল কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং শুভরাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মাওলানা মোঃ জহুরুল হক। মাদ্রাসার সার্বিক উন্নয়নের জন্য আমি এবং আমার ইউনিয়ন বাসী সহযোগিতা করবে ।দিন দিন এর শ্রীবৃদ্ধির জন্য আমি আমার সাধ্যমত চেষ্টা করব একথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি নবনির্বাচিত চেয়ারম্যান জনাব শেখ আবুল কাশেম। তিনি আরো বলেন আধুনিক যুগে এরকম একটা সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান দরকার ছিল। এদিকে বিশেষ অতিথি হিসেবে ৭নং শুভরাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মাওলানা মোঃ জহুরুল হক বলেন ।আধুনিক যুগের বাংলা ,ইংরেজি ,অংক, আরবি ,সমন্বয়ের প্রতিষ্ঠিত হওয়া দরকার ।এতে করে আমাদের বাচ্চাদের ছোটবেলা থেকেই ধর্মীয় জ্ঞান বৃদ্ধি পাবে। সঠিক পথ দেখতে পারবে । ফাহাম উদ্দিন সরদার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জনাব এস এম আব্দুল হান্নান বলেন। ২০১৫ সালে ফাউন্ডেশন এর কার্যক্রম শুরু করি । ফাউন্ডেশনের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো শিক্ষা ,চিকিৎসা ,বাসস্থান, খাদ্য, বস্ত্র ,বিনোদন এর সুযোগ বৃদ্ধি করা । তারই ধারাবাহিকতা শিক্ষাপ্রতিষ্ঠান আব্দুস সালাম মডেল মাদ্রাসা। তিনি আরো বলেন এই ফাউন্ডেশন এর মাধ্যমে আগামীতে দাতব্য চিকিৎসা, বেকারদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। অনুষ্ঠানে আরও যারা উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য জনাব শেখ হাফিজুর রহমান, ৩ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য জনাব মোঃ বাবুল সরদার। ১,২ও৩ নং ওয়ার্ডের নবনির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য জনাব কোহিনুর আক্তার। ভৈরব আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক জনাব এস এম মহিবুল ইসলাম। হিদিয়া আলিম মাদ্রাসা কারী মোহাম্মদ ইদ্রিস আলী। ফুলবাড়িগেট আলহেরা ক্যাডেট মাদ্রাসা প্রিন্সিপাল জনাব মোঃ রেজাউল করিম এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।