
স্পোর্টস ডেস্কঃ প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে ১৯ রানে হারিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। এই জয়ে ৩ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেলো অজিরা। ওল্ড ট্রাফোর্ডে টস হেরে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া।
স্বাগতিক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দলীয় ১০৩ রানেই ওয়ার্নার, ফিঞ্চ, স্টোয়েনিস আর লাবুশেইনের উইকেট হারায় অজিরা। তবে মিচেল মার্শের ৭৩ আর গ্লেন ম্যাক্সওয়েলের ৭৭ রানে ভর করে ৯ উইকেটে ২৯৪ রানের চ্যালেঞ্জিং স্কোর দাড় করায় অস্ট্রেলিয়া। তিনটি করে উইকেট নেন জফরা আর্চার ও মার্ক উড।
২৯৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৫৪ রানের মধ্যে রয়, রুট, মর্গান আর বাটলারের উইকেট হারিয়ে চাপে পড়ে ইংলিশরা। ৮৪ রানের ইনিংস খেলে বিপর্যয় সামাল দেন জনি বেয়েস্ট্রো।
এরপর একপ্রান্ত আগলে রেখে জয়ের ভিত গড়তে থাকেন স্যাম বিলিংস, তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরী। তবে তাকে সঙ্গ দিতে পারেনি কেউই, ৫০ ওভার শেষে ইংলিশদের স্কোর দাড়ায় ৯ উইকেটে ২৭৫, তবে ইনিংসের শেষ বলে ব্যক্তিগত ১১৮ রানে আউট হন বিলিংস।