যশোরে ব্রি-৪৮ জাতের ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন

সম্প্রসারণ অফিসার শার্শা কর্মকর্তা ইকরামুল হক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। তিনি ব্রি ৪৮ জাতের ধানের ফলন কৃষকের চাহিদা পূরণ করবে বলে আশাবাদ ব্যক্ত করে বলেন, ভালো জমি হলে বিঘা প্রতি ২২ থেকে ২৫ মণ ফলন সম্ভব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. শামীম খান, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, শার্শা-যশোর ও সুখেন্দু মন্ডল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, শার্শা-যশোর এবং মো. আবু জাহিদ উপ-সহকারী কৃষি কর্মকর্তা বসতপুর ব্লক, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশ্বজিৎ মন্ডল, শার্শা-যশোর (বাগআঁচড়া) উপ-সহকারী কৃষি কর্মকর্তা। সূত্র, বিডি প্রতিদিন