
চৌগাছা(যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছা উপজেলা পরিষদের ভিতর বৈশাখী চত্ত্বর থেকে মটর সাইকেল চুরি হয়েছে। ২৮ মার্চ রোজ রবিবার সকাল ১১.১৫ মিঃ উপজেলা পরিষদ বৈশাখী চত্ত্বর পাশে লাল রঙের ডিসকোভার ১৩৫ সি.সি. মটর সাইকেল যশোর ল ১১- ২৩১৩ নম্বরের গাড়ী টি চুরি হয়েছে । মটর সাইকেলের মালিক সামছুর রহমানের ছেলে আব্দুস সালাম (৪২) মটর সাইকেল রেখে সাব-রেজিস্ট্রী অফিসে যাই এমন সমায় সংগবন্ধ চোর নিজের কাইদায় চাবী দিয়ে মটর সাইকেল টি নিয়ে দুরত্ব গতিতে চলে যায়। মটর সাইকেলের মালিক থানায় অভিযোগ দিলে। থানায় এস আই আসিকুর রহমান মটর সাইকেল চুরি হয়েছে সত্যতা শিকার করেছে। সি সি ক্যামেরায় ভিডিওতে চোরের ধারণ করা ছবি দেখা গিয়েছে।

