খুলনা সিটি করপোরেশনের বাজেট ঘোষণা বৃহস্পতিবার

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আজমুল হক এ তথ্য জানিয়েছেন।
কেসিসি সূত্রে জানা গেছে, ২০২১-২০২২ অর্থবছরে কেসিসি ৬০৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেট প্রস্তুত করা হয়েছে। এর আগে ২০২০-২০২১ অর্থবছরে প্রস্তাবিত বাজেট ছিল ৫০৪ কোটি টাকা। যার বাস্তবায়ন হয়েছিল শতকরা ৮০ শতাংশ। করোনাকালে স্বাস্থ্য ও কঞ্জারভেন্সি খাতকে গুরুত্ব দিয়ে বাজেট প্রস্তুত করা হয়েছে। আয়ের সঙ্গে ব্যয়ের সামাঞ্জস্য রাখা হয়েছে। যার কারণে লক্ষ্যমাত্রা অর্জনের হার বাড়বে।সূত্র, বাংলানিউজটোয়েন্টিফোর.কম