Type to search

খুলনায় লবণাক্ত জমিতে কাজুবাদাম চাষের সম্ভাবনা

জেলার সংবাদ

খুলনায় লবণাক্ত জমিতে কাজুবাদাম চাষের সম্ভাবনা

অপরাজেয়বাংলা ডেক্স: খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষণায় লবণাক্ত উপকূলীয় এলাকায় কাজুবাদাম চাষে সম্ভাবনা দেখা দিয়েছে। এর ফলে পুষ্টিগুণ থাকা কাজুবাদাম চাষে লাভবান হতে পারবেন উপকূল অঞ্চলে কৃষকরা।

২০১৮ সাল থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোটেকনোলজি বিভাগের উদ্যোগে শুরু হয় লবণাক্ত এলাকায় কাজু বাদাম চাষের গবেষণা। পরীক্ষামূলকভাবে রোপণ করা হয় কাজুবাদামের গাছ।

ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর  এল আর খামার বাড়ীর অতিরিক্ত উপ-পরিচালক জাকিয়া সুলতানা বলেন,’আমাদের দেশে আম, জাম, কাঠাল যেভাবে হয় সেই ভাবেই হবে। আমের যে পরিবার, কাজু বাদামেরও সেই একই পরিবার। আম গাছের যে পরিচর্যা বছরে দুবার সার দিতে হয়, এটার ক্ষেত্রেও সেই একই।’

এ অঞ্চলের লবণাক্ত ও জলাবদ্ধ এলাকায় কাজুবাদাম চাষ করা সম্ভব বলে জানান গবেষক। খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোটেকনলজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন,’যে লবনাক্ততা এ অঞ্চলে হয়, সেই লবনাক্ততা সহ্য করবার ক্ষমতা কাজুর রয়েছে। বিরান ভূমি, লবনাক্ত বা জলাবদ্ধ অঞ্চলেও কিন্তু আমরা কাজুর চাষ করতে পারি।’

গবেষণার ফল পর্যবেক্ষণ করে কৃষকদের মাঝে কাজু বাদামের চাষ পদ্ধতি ছড়িয়ে দিতে চায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান জানান,’এটা যদি ব্যাপকভাবে কৃষকদের মাঝে ছড়িয়ে দেয়া যায় তবে এই কাজু চাষ করে কৃষকরা ব্যাপকভাবে লাভবান হবেন।’

এই পদ্ধতি সম্প্রসারিত হলে চাষের জন্য নতুন একটি জাত পাবেন উপকূল অঞ্চলের কৃষক। পুষ্টিগুণ সমৃদ্ধ কাজুবাদাম চাষে লাভবান হবেন তারা, এমনটা বলছেন সংশ্লিষ্টরা। সূত্র,ডিবিসি নিউজ