আরাফাত ট্রাভেল অ্যান্ড ট্যুর নামে ভুয়া এজেন্সির খুলে ইউরোপ, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে পাঠানোর নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে।
রাজধানীর রামপুরা অফিসে সংবাদ সম্মেলনে জানানো হয়, আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় এই চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর গুলশানের ইউনিকর্ন প্লাজায় চক্রটির কার্যালয়ের ঠিকানা থাকলেও সেখানে তাদের অস্তিত্ব পায়নি পিবিআই। ১৫ থেকে ২০ জনের এই সঙ্গবদ্ধ প্রতারক চক্রের কেউ কেউ নিজেদের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হিসেবেও পরিচয় দিতেন।
আরেক মামলায় নিখোঁজের আড়াই বছর পর এক কিশোরীকেও উদ্বার করেছে পিবিআই।সূত্র,ডিবিসি নিউজ