যশোরে মৈত্রী ব্রিগেড খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে

প্রিয়ব্রত ধর,ভ্রাম্যমান প্রতিনিধি:
পথশিশু ও ছিন্নমূল মানুষের জন্য রান্না করা খাবার সহায়তা কর্মসূচী অব্যাহত রেখেছে যশোর জেলার মৈত্রী ব্রিগেড। শিক্ষার্থীদের শিক্ষা আদায়ের প্রগতিশীল ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র মৈত্রী যশোর জেলার নেতাকর্মীদের সমন্ময়ে গঠিত মৈত্রী ব্রিগেড আজ যশোর শহরের চারখাম্বা, চৌরাস্তা, চিত্রা মোড়, দড়াটানা ও গরীবশাহ রোর্ডে প্রায় দুই শতাধিক মানুষের মাঝে তারা খাবার বিতরণ করে। মৈত্রী ব্রিগেডের জেলা সমন্বয়ক শ্যামল শর্মার নেতৃত্বে এই কর্মসূচী পালিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্রিগেডের শুভানুধ্যায়ী জেলা ওয়ার্কার্স পার্টি নেতা কমরেড শামিম বিশ্বাস, কার্তিক বিশ্বাস তপন শীল, মানিক সাহা, দুর্জয় সাহা,শফিকুর ইসলাম সহ মৈত্রী ব্রিগেড সদস্য সুব্রত বিশ্বাস, শরিফুল ইসলাম, শাহিন হোসেন, শুভ বিশ্বাস আকাশ, বিপ্লব ঘোষ, সাইফুল্লাহ সাঈফ, আবু হানিফ, সুব্রত প্রামাণিক শুভ প্রমুখ। মৈত্রী ব্রিগেডের জেলা সমন্ময়ক শ্যামল শর্মা বলেন যতদিন না যশোরে কোভিড পরিস্থিতি সাভাবিক হয় আমরা খাদ্য সহায়তা কর্মসূচী চলবে।