সারা দেশে সিনোফার্মের চীনের টিকা দেওয়া শুরু হচ্ছে আজ

অপরাজেয়বাংলা ডেক্স: করোনা সংক্রমণ রোধে চীন সরকারের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকা প্রদান কার্যক্রম শনিবার (১৯ জুন) রাজধানীসহ সারা দেশে শুরু হয়েছে। এরই মধ্যে দেশের নির্ধারিত হাসপাতালের টিকাদান কেন্দ্রে পৌঁছে গেছে এ টিকা।
গতকাল শুক্রবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেন, সিনোফার্মের টিকার প্রয়োগ শুরু হচ্ছে শনিবার থেকে। অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যকর্মী ও পুলিশ সদস্যরা যারা আগে টিকা নেননি, তারা পাবেন। এছাড়া অগ্রাধিকারপ্রাপ্ত বিদেশগামী বাংলাদেশি কর্মীসহ মেডিক্যাল, ডেন্টাল ও নার্সিং কলেজের শিক্ষার্থীরা এ টিকা পাবেন।
এর আগে বৃহস্পতিবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডাইরেক্টর (এমএমসি অ্যান্ড এ এইচ) ও সদস্য সচিব (করোনা ভ্যাকসিন ব্যবস্থাপনা কমিটি) ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, দেশের বিভিন্ন হাসপাতালে চীনের সিনোফার্মের টিকা প্রদানের লক্ষে টিকার মজুতসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।সূত্র,আমাদের সময়.কম