চৌগাছায় মারফতি সংগীতানুষ্ঠান

চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছার বুন্দেলীতলা হযরত শাহ্ সুূফী (খাজা বাবা আশেকান) আব্দুল আজিজ আল চিশতী ওরফে আজির বকস (রাঃ) দরগাহ শরীফে মারফতি সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪জুন) বিকাল থেকে গভীর রাত পর্যন্ত এই সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গ্রামের আমেরিকা প্রবাসী ম্যাক্স নলেজ আনোয়ার ও টনি আজাদের সৌজন্যে এই সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দরগাহের খাদেম রবিউল ইসলাম আল চিশতী ওরফে মঙ্গল শাহা’র সভাপতিত্বে এসএম হাবিবুর রহমান পৌর কলেজের প্রভাষক আলমগীর হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দরগাহর খাদেম আবু শরীফ ফকির মধু আল চিশতী, খাদেম ও স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান দুদু। সংগীত পরিবেশন করেন কুমিল্লার বাউল শিল্পি রাসেল দেওয়ান, লালন রাসেল, জয়দেব কালু খাঁ, আবু সামা, সুকুমার বিশ^াস ভোলা, ইসমাইল, শ্রী রিপন সরকার, ফকির চাঁন্দু, লিটন দেওয়ান, ফকির মধু, ইনামুল ফকির, কাশেম বাউল, ঢুলি জাহাঙ্গীর প্রমুখ।
সংগীতানুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন কৃষক জাহাঙ্গীর, উপজেলা ছাত্রলীগের ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সুমন, মেহেদী হাসান আশিক, শাকিল হোসেন ও তারেক রহমান প্রমুখ।